মুজিব বর্ষ পালনে বাউফলে ১শ কর্মসূচী গ্রহন

মুজিব বর্ষ পালনে বাউফলে ১শ কর্মসূচী গ্রহন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকী ১শত বছর পূর্তি উৎসবে মুজিব বর্ষ পালনে প্রস্ততি চলছে। চলছে ওয়ার্ড পর্যায়ে থেকে আলোচনা সভা ও কমিটি গঠন। সাবেক চীফ হুইপ ও জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি উপস্থিত হয়ে গুরুত্ত্ববহ করে তুলেছে।
রাষ্ট্রীয় ভাবে দিবস পালনে নানা কর্মসূচী থাকলেও ওয়ার্ড পর্যায়ে থেকে কর্মসূচী পালন করা হবে। সরকারি বেসরকারি ভাবে এ দিবস পালনে রয়েছে নানা আয়োজন। ১৭ মার্চ যথাযোগ্য দিবসটি পালনে কর্মসূচী শুরু হবে।
বাউফল শিক্ষা প্রতিষ্ঠানে ১শ টি কর্মসূচী নেওয়া হয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালে ১৬ মার্চ পর্যন্ত এ কর্মসূচী পালন করা হবে। বাউফল শিক্ষা প্রতিষ্ঠানে ১শ টি কর্মসূচী নেওয়া হয়েছে। এ কর্মসূচী ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে উপজেলা পর্যায়ে রয়েছে প্রস্তুতি সভা। কর্মসূচী নিয়ে আগামী ২ মার্চ উপজেলা জনতা ভবনে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। বাউফল উপজেলা প্রাথমিক ঐক্য পরিষদের সাবেক সদস্য সচিব মো: আশরাফ আলী খান বাচ্চু জানান, বাউফল শিক্ষা প্রতিষ্ঠানে ১শ টি কর্মসূচী নেওয়া হয়েছে। ২০২০ মালের ১৭ মার্চ থেকে ২০২১ সালে ১৬ মার্চ পর্যন্ত এ কর্মসূচী পালন করা হবে।
 মুজিব বর্ষ পালনে এমপি’র একান্ত সহকারি আনিচুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি ৬ দিনের জন্য নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফলে সফর করেন। মুজিব বর্ষ উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা,আওয়ামীলীগের নেতৃবৃন্দ,সকল সহযোগী সংগঠন, গণ্যমান্য ব্যক্তি বর্গ ও স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন সামজিক অনুষ্ঠানে যোগদান করবেন ।